Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রাইপাড়া ইউনিয়ন পরিষদ

এক নজরে রাইপাড়া ইউনিয়ন

ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া গ্রামের মৃতঃ আব্দুল কুদ্দুস মিয়ার সুযোগ্য পুত্র জনাব হাফিজ উদ্দিন আহমেদ (আই,জি,পি পূর্ব পাকিস্তান) চেয়ারম্যান পি আই ডি সি ওএমবিসিডর সুইজারল্যান্ড) সাহেবের আগ্রহে ১৯৬৫ সালে অত্র রাইপাড়া ইউনিয়ন কাউন্সিল নামে আত্ন প্রকাশ করে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একজন চেয়ারম্যান 12 জন সদস্য  নিয়ে  নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কাউন্সিল পরিবর্তন হয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব লুৎফর রহমান কবিরাজ। কালের স্বাক্ষী বহন করে সুনামের সাথে ইউনিয়ন টি তার কার্য্যাদী পরিচালনা করে আসছে। কাল পরিক্রমায় আজ রাইপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।

অফিসের অবস্থানঃ ঢাকা জেলার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার রাইপাড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত।

  • সিমানাঃ উত্তরে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউপি, পশ্চিমে কুসুমহাটি ইউনিয়ন পরিষদ, পূর্বে দোহার পৌরসভা, দক্ষিনে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
  • স্থাপন কাল : ১৯৬৫ ইং
  • জেলা/থানা থেকে  যোগাযোগের ব্যবস্থাঃ বাস, অটো বাইক, রিকশা, সিএনজি যোগে।

ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ

  • আয়তন                           : ৬.৮৬ বর্গ কি.মি.।
  • খানার সংখ্যা                      :৫৭০০ টি
  • লোকসংখ্যা                       : ৩২,৪২৭ জন ।
  • পুরুষ                               :১৬,৪৮৯ জন।
  • মহিলা                             :১১৫৯৩৮ জন।
  • শিশু                               : ৪৩১৮ জন।
  • জনসংখ্যা বৃদ্ধির হার             : ২.৫ %
  • বিধবা                             : ১.৫%
  • শিশু শ্রম                          : ১০%
  • বাল্যবিবাহ                                    : ০০%
  • গৃহহীন                             : ৫%
  • ধর্ম                                :  ক) ইসলাম: ৯০%, খ) হিন্দু: ৮%, গ) খৃষ্টন: ২%।
  • প্রাইমারীতে ভর্তির হার          : ৯০%
  • হাইস্কিুলে ভর্তির হার             : ৬০%
  • নিরক্ষরতার হার                  : ২০%
  • বয়স্ক শিক্ষার হার                : ০০%
  • ব্যবহৃত ভাষা                     : বাংলা।
  • অপুষ্টির হার                      : ১০%
  • শিশু মৃত্যুর হার                  : ৮%
  • পেশা                              : ক)স কৃষক: ৫৫%, জেলে:০০%, তাতী: ৫%, দিনমজুর: ১০%, শিক্সুক: ০.২৫%, চাকুরীজীবি: ১৯%, ব্যবসায়ী: ১০% দোকানদার: ০.২৫% অন্যান্য: ০.৫০%।
  • তাঁত শিল্প সংখ্যা                 : ০৪ টি।
  • ইট ভাটা                          : ০৩ টি।
  • রোগ বিস্তারের হার               : ৪৫%
  • বিশুদ্ধ পানির ব্যবহার                        : ৮০%
  • স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবস্থা     : ৯০%
  • বেকাররে হার                     : ২৫%
  • মাসিক আয়                       :৫,০০০ টাকা
  • বিদ্যুৎ ব্যবহার                    : ১০০%
  • হাসপাতালের সংখ্যা              : ১ টি।
  • কমিউনিটি ক্লিনিক               : ০১ টি
  • গড়ে জমির পরিমান             : ০.২৫%
  • দক্ষ শিক্ককের হার                : ৭০%
  • ভূমিহীন                           : ৫%
  • গ্রামের সংখ্যা                     : ১৩ টি।
  • মৌজা                             : এস এ রেকর্ড অনুযায় ০৫ টি, আর এস রেকর্ড অনুয়ায় ০৫ টি।
  • মসজিদ                           : ২১ টি।
  • মন্দির                             : ১২ টি।
  • গির্জা                              : ০১ টি।
  • কবর স্থান                         : ০৪ টি।
  • মাজার                             : ০১ টি।
  • শ্মশান ঘাট                                    : ০১ টি।
  • মাদ্রারা                            : ০৬ টি।
  • ব্যাংক                             : ০১ টি।
  • এনজিও                           : ০৫ টি।
  • পোস্ট অফিস                      : ০১ টি।
  • হাট বাজার সংখ্যা                : ০৩ টি।
  • সমবায় সমিতি                   : ক) কৃষক: ০২টি, খ) তাঁতি: ০১টি, মহিলা: ৩টি, মৎস জীবি: ১টি।
  • শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা         :

 

কলেজ

উচ্চ বিদ্যালয়

কিন্ডার গার্টেন

প্রাথমিক বিদ্যালয়

মাদ্রাসা

সরকারী

       ------

       -------

     ---------------

          ০৫

    -------

বেসরকারী

       -----

          ০১

         ০৫

       ০১ 

     ০৬

 

  • শিক্ষার হার                                  : ৫৬ %
  1. : পুরুষ ৩০%
  2. : মহিলা ২৬%
  • রাস্তা ও সড়কের পরিমাণ                  :
  1. : পাকা ১২ কি. মি.
  2. : এইচ, বি, বি ০৮ কি.কি.
  3. :কাঁচা ১২ কি. মি.
  • নলকূপের সংখ্যা                            :
  1. :অগভীর ১০০ টি
  2. গভীর ২০০ টি
  • জমির পরিমাণ (একর)                    :
  1. এক ফসলী ৪০০ একর
  2. দু ফসলী ৪৮২ একর
  3. তিন ফসলী -০ একর
  4. পতিত জমি ৯০০ একর
  5. পুকুর     -   ১৫ টি
  6. ব্লক সংখ্যা  - ২ টি
  7. বীজাগার সংখ্যা - ০১ (অকেজো)
  • ঐতিহাসিক দর্শনীয় স্থান                   : পোদ্দার বাড়ী মুক্তিযোদ্ধা যাদুঘর।
  •  নব গঠিত পরিষদের বিবরণ                 :
  • শপথ গ্রহণের তারিখ                           :১০/০৪/২০০৩ইং
  •  প্রথম সভার তারিখ                            :০৯/০৫/২০০৩ ইং
  •  মেয়াদ উর্ত্তীনের তারিথ                       : পৌর সভার সীমানা নির্ধারণের জটিলতায় নির্বাচন স্থাগিত আছে।
  •  গ্রাম সমূহের নামঃ ইকরাশী, পালামগঞ্জ, লক্ষীপ্রসাদ, হাতুরপাড়া, জামালচর, করিমগঞ্জ, রগুদেবপুর, রাইপাড়া, খালপাড় বৌবাজার,  কাঠালীঘাটা, ইলামপুর, খালপাড় ইসলামপুর, নাগেরকান্দা, লটাখো বিলেরপাড়।
  •  
  • ইউনিয়ন পরিষদ জনবলঃ
  •  নির্বাচিত পরিষদ সদস্য                      : ১৩ জন।(নির্বাচিত চেয়াম্যানসহ ৪ জন মৃত)।
  •  ইউনিয়ন পরিষদ সচিব                       :০১ জন।
  • হিসাব সহকারী                                  : ০১ জন।
  • উদ্যোক্তা                                          : ০২ জন।
  • দফাদার                                           : ০১ জন।
  •  ইউনিয়ন গ্রাম পুলিশ                          : ০৩ জন।

 

(আদমশুমারী ২০১১ অনুযায়ী)